কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আসমাইন (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সে বন্ধুদের সঙ্গে খেলা শেষে গোসলে নেমে স্রোতের টানে তলিয়ে যায়।
সোমবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এই ঘটনা ঘটে।
নিখোঁজ ছাত্র কক্সবাজার শহরের দক্ষিণ রোমালিয়া ছড়া ৭নং ওয়ার্ডের করিমুল হকের ছেলে। সে কক্সবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফ গার্ডের ইনচার্জ ওসমান গনি তার সহপাঠীদের বরাতে বলেন, আসমাইন সকালে তার সহপাঠীদের সঙ্গে শৈবাল পয়েন্টে ফুটবল খেলা শেষে সবাই মিলে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে সে তলিয়ে যায়। বিষয়টি আমরা জানতে পেরে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছি। তবে এখনও সন্ধান মেলেনি।
কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, এক স্কুল শিক্ষার্থী গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে বিষয়টি শুনেছি। উদ্ধার কার্যক্রম চলছে।
সাইদুল ইসলাম ফরহাদ/আরকে