সৈয়দ আশরাফের শূন্যতা কোনো দিন পূরণ হবে না
শহীদ সৈয়দ নজরুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে নিজ জন্মভূমি কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুলকে স্মরণ করেছে জেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও এলাকাবাসী।
রোববার (৩ জানুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সৈয়দ আশরাফুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ কর্মসূচি পালন করে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি সংসদ। এরপর দুপুরে এতিমদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ।
আলোচনা সভায় বক্তারা প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের বর্ণাঢ্য জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে বলেন, এই দিনে জাতির জন্য সৈয়দ আশরাফের মতো নেতার খুবই প্রয়োজন ছিল। সৈয়দ আশরাফের শূন্যতা কোনো দিন পূরণ হবে না।
বাদ জোহর সদর উপজেলার বীর দামপাড়া গ্রামের পৈতৃক বাড়ির মসজিদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঐতিহাসিক পাগলা মসজিদসহ অন্যান্য মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ ও এলাকাবাসী।
এ ছাড়া বাদ জোহর কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজ মাঠে এবং বাদ আসর কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের বর্ণাঢ্য জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে বলেন, এই দিনে জাতির জন্য সৈয়দ আশরাফের মতো নেতার খুবই প্রয়োজন ছিল। সৈয়দ আশরাফের শূন্যতা কোনো দিন পূরণ হবে না।
এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আজিজুল হক, পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ আহমদ সাদী প্রমুখ বক্তব্য দেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩ জানুয়ারির এই দিনে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তুখোড় রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলাম।
এনএ