সেনাবাহিনীর অভিযানে ভারতীয় অবৈধ কাপড় জব্দ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যদের অভিযানে ১৫৩ পিস অবৈধ ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে; যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৭৫ হাজার টাকা।
আজ (শনিবার) ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ড চৌধুরীঘাট এলাকা থেকে এসব কাপড় জব্দ করে সেনাবাহিনী।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা অভিযান চালায়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাপড় বোঝাই দুইটি বস্তা সড়কের ওপর ফেলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
দুই বস্তায় ২৭টি জিন্স প্যান্ট, ৬৬টি টি-শার্ট, ৪৪টি শার্টসহ মোট ১৫৩ টি কাপড় পাওয়া গেছে।
আরও পড়ুন
মাটিরাঙ্গা সেনা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান (পিএসসি) বলেন, মাটিরাঙ্গা উপজেলা সদর ইউনিয়নের ওয়াচু সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাকারবারীরা এসব কাপড় নিয়ে আসে। তারা খাগড়াছড়ি জেলা সদরে এগুলো পাচারের চেষ্টা করছিল। ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় পণ্য নিয়ে আসা রোধে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মোহাম্মদ শাহজাহান/এনএফ