ডিমের অস্বাভাবিক দাম, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
ফরিদপুরে বেশি দামে ডিম বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) দুপুরে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজার ও হেলিপোর্ট বাজারে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।
আরও পড়ুন
অভিযানকালে হাজী শরীয়তউল্লাহ বাজারের মেসার্স রাকিব এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং হেলিপোর্ট বাজারের মেসার্স ইউনিক অ্যাগ্রো সার্ভিসেসকে ১০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ডিমের ডিলার পয়েন্ট, পাইকারি ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। ডিমের খুচরা সর্বোচ্চ মূল্য ১১.৮৭ টাকা তালিকায় প্রদর্শন করা এবং ডিমের সরকারি মূল্য ভোক্তা পর্যায়ে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ওই দুটি প্রতিষ্ঠান এসব নিয়ম না মানায় তাদের এ জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জহির হোসেন/এমজে