জেলের জালে ধরা পড়ল ৩০ কেজি ওজনের ‘পাখি মাছ’
বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের একটি ‘পাখি মাছ’।
বুধবার (০২ অক্টোবর) সকালে মাছটি আবুল কাশেম (৫২) নামে এক জেলে পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসেন। এ সময় এ মাছটি এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।
জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে সোহেল নামে এক মাছ ব্যবসায়ী মাছটি সাড়ে ৩ হাজার টাকায় কিনে নেন।
এর আগে, শনিবার (২৮ সেপ্টেম্বর) আবুল কাশেম মাঝি ২১ জেলেসহ মায়ের দোয়া নামে একটি ট্রলার নিয়ে চট্টগ্রাম সংলগ্ন বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেললে এ মাছটি ধরা পড়ে।
সোহেল নামে মাছ ব্যবসায়ী বলেন, পাখি মাছগুলো সচরাচর তেমন একটা পাওনা যায় না। তবে মার্কেটে আসা মাছগুলোর চাহিদা কম থাকায় তেমন একটা দাম ওঠে না। ৩০ কেজি ওজনের এই মাছটি নিলামে ৩ হাজার টাকায় কিনেছি।
জেলে আবুল কাশেম বলেন , আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ কিছুটা কমে গেছে। আগে এই বেশি ধরা পড়ত। তবে এখন বেশি একটা পাওয়া যায় না। এ মাছগুলোর দাম তুলনামূলক সব সময়ই মার্কেটে কম থাকে।
কলাপাড়া উপজেকলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ গভীর সমুদ্রে থাকে। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো কুলে আসে না। এ কারণে সমুদ্রে এই মাছগুলো কম ধরা পড়ে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। তবে এর প্রাচুর্যতা বেশি না। আশা করছি আরো বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবেন।
এসএম আলমাস/এফআরএস