আমরা সকলে এই দেশের নাগরিক, সকলের মৌলিক অধিকার সমান
চাঁপাইনবাবগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতে ইসলামীর নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) সকাল ১০টার দিকে নাচোল পৌরসভা জামায়াতের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাচোল পৌরসভা আমির মো. মোনিরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, জামায়াতে ইসলামী সবসময় ভিন্ন ধর্মাবলম্বীদের পাশে ছিল এবং থাকবে। আমরা যেমন এই দেশের নাগরিক ঠিক আপনারাও এই দেশের নাগরিক। তাই সকলের মৌলিক অধিকার সমান। এখানে কোনো ভেদাভেদ নেই। অন্য ধর্মাবলম্বী ভাইদের যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে আমরা তা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আমরা সবসময় আপনাদের পাশে আছি, আপনারা কোনো বিপদে পড়লে বা কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমাদের বলবেন। আমরা আপনাদের তাৎক্ষণিক সহযোগিতার জন্য হাজির হবো ইনশাআল্লাহ।
আরও পড়ুন
এ ছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি আশিষ কুমার চক্রবর্তী, পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সেক্রেটারি সনৎ শাহ, নাচোল পৌর জামায়াতের নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম, পৌরসভা সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান ও সহকারি সেক্রেটারি ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতারা।
মো. আশিক আলী/চাঁপাইনববাগঞ্জ