ছাত্রদল নেতার গাড়িতে দুর্বৃত্তদের আগুন
পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন হাওলাদার ও ইয়ামিন হাওলাদারের ব্যবহৃত প্রাইভেটকারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে পটুয়াখালী শহরের কলেজরোড এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন দিয়েছে সে বিষয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আল আমিন হাওলাদার এবং ইয়ামিন হাওলাদার বিএনপি নেতা আবুল হাওলাদারের ছেলে। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বিগত আওয়ামী লীগ সরকারে সময় এই পরিবারটি প্রায় অর্ধশতাধিক মামলার শিকার হয়েছেন। গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন একাধিক মামলায়। এ ছাড়াও বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়ামিন হাওলাদার বলেন, রাত সাড়ে ৩টার দিকে আমার চাচাতো ভাই আমাকে এসে জানায়, আমার গাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে বের হয়ে সকলে মিলে পানি দিলেও আগুন নেভাতে পারিনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা মনে করি, এটা একটি পরিকল্পিত অগ্নিকাণ্ড। এ বিষয়ে আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসিম বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো. রায়হান/এএমকে