কপোতাক্ষ নদে নোঙর খুঁজতে গিয়ে ডুবুরি নিখোঁজ
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় মেগা প্রকল্পের কাজে ব্যবহৃত বালু পরিবহনের বলগেটের নোঙর খুঁজতে গিয়ে কপোতাক্ষ নদে মিজানুর রহমান সরদার (২২) নামের এক ডুবুরি নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ মেলেনি। নিখোঁজ মিজানকে উদ্ধারে এদিন সকাল থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) গাবুরার পার্শেমারি টেকেরহাটে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ মিজানুর রহমান সরদার খুলনার ৫নং ঘাট এলাকার দুলাল সরদারের ছেলে। পেশায় তিনি একজন ডুবুরি।
আরও পড়ুন
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী প্রিন্স রেজা জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার পর থেকে সার্বিক খোঁজখবর নিচ্ছেন।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান বলেন, মিজান সরদারের সন্ধান এখনও মেলেনি। আজকের (মঙ্গলবার) মতো উদ্ধার অভিযান শেষ।
নিখোঁজ মিজানের বাবা দুলাল সরদার বলেন, মিজানের নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা এখানে এসেছি। এখনও তার সন্ধান মেলেনি।
ইব্রাহিম খলিল/এসএসএইচ