১০ কেজির ঢাই মাছ বিক্রি হলো ৩৫ হাজারে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা-যমুনা নদীর মোহনায় এক জেলের জালে ১০ কেজি ওজনের বিশাল আকারের ঢাই মাছ ধরা পড়েছে। মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোরে জেলে নীরব হালদারের জালে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়া মৎস্য আড়ত সূত্রে জানা গেছে, জেলে নীরব হালদার মাছটি বিক্রির জন্য সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে আসলে প্রতি কেজি ৩ হাজার ৩০০ টাকা দরে মোট ৩৩ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মো. শাহজাহান শেখ।
শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, মাছটি আমি প্রতি কেজি ৩ হাজার ৫০০ টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় নাটোর জেলার একজন ক্রেতার কাছে বিক্রি করেছি।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা আল রাজিব বলেন, সম্প্রতি নদীতে জেলেদের জালে প্রতিদিন বড় আকারের ঢাই, রুই, কাতল, মৃগেল, বাগাড়, পাঙ্গাস, ইলিশ, বোয়ালসহ বিভিন্ন মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।
মীর সামসুজ্জামান সৌরভ/আরএআর