হাইমচরে মেঘনায় ডুবে ভাই-বোনের মৃত্যু
চাঁদপুরের হাইমচরে বাড়ির পাশে খেলতে গিয়ে মেঘনা নদীতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে নীলকমল ইউনিয়নের ঈশাবালা মাছঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোসেন (৮) ও মরিয়ম আক্তার (৬) ওই গ্রামের ঈশানবালা বাজারের ওষুধ ব্যবসায়ী মোহাম্মদ রতনের সন্তান।
নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সউদ আল নাছের বলেন, ধারণা করা হচ্ছে তারা পরিবারের অগোচরে কাউকে না জানিয়ে নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। এদের মধ্যে একজন পানিতে পড়ে গেলে আরেকজন তুলে আনতে গেলে সেও পানিতে পড়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন জানান, আমার ভাতিজা-ভাতিজি রোববার দুপুরে বাড়ির পাশে খেলতে যায়। বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর পানিতে পড়ে ভেসে যায় তারা। পরে স্থানীয়রা দেখতে পেয়ে জেলেদের জাল দিয়ে নদী থেকে তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নীলকমল ইউনিয়নের বাহেরচর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাখাওয়াত জানান, ৯৯৯ নাম্বারে কল দিলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চাঁদপুরের টিম এসে নদীতে খোঁজ না পাওয়ায় স্থানীয়রা পরে জেলেদের জাল দিয়ে নদী থেকে তাদের উদ্ধার করেন। ঘটনাটি যেহেতু নদীকেন্দ্রিক, সেহেতু নৌপুলিশকে জানানো হয়েছে।
আনোয়ারুল হক/এমএ