নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২ চাঁদাবাজ কারাগারে
নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২ চাঁদাবাজ আপন সহোদরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে দুপুরে সদর উপজেলার চরমোটুয়া সিএনজি স্ট্যান্ডে অবৈধ অর্থ সংগ্রহের সময় তাদের আটক করে যৌথ বাহিনী।
তারা হলেন, সদর উপজেলার চরমোটুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রামানন্দী গ্রামের সহিদ ড্রাইভারের বাড়ির আব্দুল সহিদের ছেলে শাহীন (২৯) ও মাসুম (৩৫)।
জানা যায়, চরমুটুয়া সিএনজি স্ট্যান্ডে অবৈধভাবে চাঁদা আদায় ও আধিপত্য বিস্তার নিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষের খবর পায় যৌথবাহিনি। এছাড়াও আরও যানা যায় যে, তাদের কাছে ককটেল ও দেশীয় অস্ত্র রয়েছে। তাৎক্ষণিক ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লে. তানভীর আহামেদ ইমনের নেতৃত্বে ২ পিকআপ সেনা টহল এবং ১ পিকআপ পুলিশ এর টহল যৌথ অভিযানের উদ্দেশ্যে চরমোটুয়া, উদয় সাধুর হাট, সিএনজি স্ট্যান্ড, সদর নোয়াখালী গমন করে। এসময় ঘটনাস্থল থেকে শাহীন ও মাসুমকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অবৈধ অর্থ সংগ্রহের অভিযোগে দুই ভাইকে সুধারাম মডেল থানার মাধ্যমে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। চাঁদাবাজি বন্ধের পাশাপাশি যৌথ বাহিনীর অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রসীদের আটক অভিযান অব্যাহত থাকবে।
হাসিব আল আমিন/এমএসএ