খালেদা জিয়ার সঙ্গে সাবেক এমপি হাবিবের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করেন তিনি।
সাবেক এমপি হাবিব ঢাকা পোস্টকে সেলফোনে বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, সাক্ষাৎকালে সাবেক এমপি হাবিব খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে অবগত হন। তিনি সন্তুষ্টি প্রকাশ করে গণমানুষের সেবায় নিয়োজিত থাকার কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন দেশবাসীর মঙ্গল কামনা করে সবার দোয়া কামনা করেন।
সাক্ষাৎকালে তার সহধর্মিনী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল উপস্থিত ছিলেন।
ইব্রাহিম খলিল/কেএ