জয়পুরহাটে ১৫৫ মণ সরকারি চালসহ দুইজন গ্রেপ্তার
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজার এলাকা থেকে অবৈধভাবে মজুদ করা ১৫৫ মণ (৬ হাজার ২০০ কেজি) সরকারি চাল জব্দ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে র্যাব ক্যাম্প থেকে পাঠানো এস প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, রিতুল দাস (৫০) ও সাজেদুর রহমান (৫২)। তারা আক্কেলপুর উপজেলার তিলকপুর ভাটকুড়ি গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, রিতুল ও সাজেদুর দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা চাল অবৈধভাবে মজুত করতেন। খাদ্য অধিদপ্তরের সিলমোহর করা সরকারি বস্তা পাল্টিয়ে ফিডের বস্তায় রাখতেন। পরে সেসব চাল অধিক লাভের আশায় বাজারে বিক্রি করতেন। অভিযানে ১২৪টি (প্রতি বস্তায় ৫০ কেজি) চালের বস্তা জব্দ করা হয়েছে। এসব বস্তায় ১৫৫ মণ চাল ছিল।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন ঢাকা পোস্টকে বলেন, উদ্ধার করা চালসহ দুইজন আসামিকে আজ (শুক্রবার) বিকেলে র্যাব থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।
চম্পক কুমার/কেএ