শেরপুরে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
শেরপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আলিফ মিয়া(১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু আলিফ মিয়া কামারিয়া ইউনিয়নের খুনুয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। সে ভিমগঞ্জ মডেল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফুটবল খেলা শেষে দুই বন্ধু গোসল করতে নদীতে নামে। এ সময় স্রোত বেশি থাকায় আলিফ মিয়া তীরে ফিরে আসতে পারেনি। পরে স্থানীয়রা মৃত শিশুটিকে উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।
মো. নাইমুর রহমান/এমজে