গাজীপুরে পুকুরের পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের নলজানী এলাকায় পুকুরের পানিতে ডুবে রিফাত নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল বিকেল ৫টার দিকে উপজেলার নলজানী গ্রামে এ ঘটনা ঘটে। রিফাত নলজানী গ্রামের বিল্লাল aহোসেনের ছেলে। তার বাবা সৌদি প্রবাসী। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় অধ্যয়ন করতো।
রিফাতের স্বজন রাশেদুল ইসলাম রাশেদ জানান, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সৌদি প্রবাসী বিল্লাল হোসেনের স্ত্রী রহিমা আক্তার নলজানী এলাকায় বসবাস করেন। বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সাথে খেলতে বাড়ির কাছে একটি পুকুরের পাশে যায় রিফাত। এক পর্যায়ে সে পুকুরে পড়ে গেলে বন্ধুরা বিষয়টি সবাইকে জানায়। পরে তার মা স্থানীয়দের সাথে নিয়ে ওই পুকুরের পানিতে নেমে প্রায় তিন ঘণ্টা পর রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মো. শাহজাহান মিয়া বলেন, পুকুরের পানিতে ডুবে শিশু রিফাতের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা থানায় কেউ জানায়নি। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শিহাব খান/এনএফ