স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে তিন যুবকের ৪৪ বছরের কারাদণ্ড
নাটোর সদর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, হত্যা ও মরদেহ গুম করার দায়ে মো. মনির (২৩), সেলিম হোসেন (২৫) ও মো. শরিফ (২২) নামের তিন যুবককে ভিন্ন ধারায় ৪৪ বছরের কারাদণ্ড এবং ৬০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নাটোর শহরের বনবেলঘড়িয়ার তালতলা এলাকার মো. নুর ইসলামের ছেলে মো. সেলিম হোসেন, একই এলাকার মো. আলতাফ হোসেনের ছেলে মো. শরিফুল ইসলাম ওরফে শরিফ এবং আরশেদ ওরফে হেনতালের ছেলে মো. মনির হোসেন।
মামলার বরাতে আইনজীবী আনিসুর রহমান বলেন, ২০১৬ সালের ২৯ মে সন্ধ্যায় ওই স্কুলছাত্রী বাড়ি থেকে জরুরি কাজে বের হলে সেলিম হোসেন ও তার সহযোগীরা শিক্ষার্থীকে অপহরণ করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর বিষয়টি জানাজানি হলে ওই শিক্ষার্থীর পরিবার থেকে সেলিম হোসেনসহ অন্যান্যদের পরিবারের সদস্যদের জানালে তারা কোনো সহযোগিতা না করে উল্টো হুমকি-ধমকি দেন। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই-তিনজনকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদ করে ওই শিক্ষার্থীর কঙ্কাল উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা নাটোর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক প্রশান্ত চন্দ্র পরামানিক, এসএম আবু সাদাদ ও মো. আব্দুল্লাহ আল মামুন ২০১৮ সালের ২৯ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযুক্তদের অনুপস্থিতিতে আদালত আজ এই রায় দেন। জরিমানার অর্থ ভুক্তভোগীর পরিবার পাবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে বলে জানান আইনজীবী আনিসুর রহমান।
গোলাম রাব্বানী/এমজেইউ