আড়াইহাজারে ঝোপ থেকে শর্টগান ও গুলি উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া ১টি শটগান, ১৯ রাউন্ড শটগানের গুলি (কার্তুজ) ও ১টি হ্যান্ডকাফ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে আড়াইহাজার থানার বিল্ডিংয়ের পূর্ব দিকে সীমানা প্রাচীর-সংলগ্ন বাইরের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে বুধবার বিকেলে র্যাব-১১-এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শেখ হাসিনার সরকারের পতনের পর গত ৫ আগস্ট ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিল তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতিকারীরা দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে।
একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় দুর্বৃত্তরা আক্রমণ, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ করে অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুটপাট করে নিয়ে যায়।
এএমকে