চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার মামলা
ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদসহ ১৪ জনের নামে দ্রুতবিচার আইনে মামলা করা হয়েছে। উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন বাদী হয়ে এ মামলা করেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বিকেলে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন হোসেনের বাড়িঘর ভাঙচুর করে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও তাকে মারধর করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদসহ অনুসারীরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এ বিষয়ে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর