নিয়োগ পাওয়ার ৭ দিনের মাথায় পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ
শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ পদে সদ্য নিয়োগ পাওয়া অধ্যাপক ড. আনারুল হক। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তিনি পদত্যাগ করেন।
সাদা কাগজে পদত্যাগপত্রে তিনি লিখেছেন- ‘শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করলাম। বিষয়টি সদয় বিবেচনার জন্য প্রেরণ করা হলো।’
জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর রাজশাহী কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. আনারুল হক। এর আগে তিনি শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে ২০১৬-১৭ অর্থবছরে শিক্ষা বোর্ডের ১৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে। এ ঘটনায় ২০২০ সালে তার বিরুদ্ধে তিনটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. ইব্রহীম আলী বলেন, দুপুরে তিনি (আনারুল হক) পদত্যাগ করেছেন।
এর আগে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা বলেছিলেন, আমাদের প্রিয় ক্যাম্পাস রাজশাহী কলেজে বিতর্কিত শিক্ষককে অধ্যক্ষ হিসেবে চাই না। দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট সরকারের দোসর এই অধ্যক্ষকে এই কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না। এখানে সৎ ও যোগ্য কাউকে অধ্যক্ষ হিসেবে পদায়নের দাবি জানিয়ে আসছিলেন তারা।
শাহিনুল আশিক/এমজেইউ