হাত খরচের টাকা চাওয়ায় ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা-মা আটক
যশোরের শার্শার কাঠুরিয়া গ্রামে বাবার কোদালের আঘাতে আহত ছেলে বাপ্পি মিয়া (২৫) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাঠুরিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাফেজ বাপ্পি মিয়া শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামের চান্দু মিয়ার ছেলে।
আরও পড়ুন
নিহতের চাচা আক্তারুজ্জামান বাপ্পি মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার দিন বাপ্পির সঙ্গে বাবা চান্দু মিয়ার হাত খরচের টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবা, মামা, চাচা ও ভাই মিলে কুড়াল দিয়ে কুপিয়ে বাপ্পিকে রক্তাক্ত করেন।
এসময় বাপ্পি মিয়া গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঘটনার তিনদিন পর সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পির মৃত্যু হয়।
নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার সার্কেল নিশাত আল নাহিয়ান বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন। নিহতের বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে শার্শা থানায় আনা হয়েছে।
এ্যান্টনি দাস অপু/পিএইচ