নিখোঁজের দুই দিন পর শ্রমিকের ভাসমান মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোংলায় নৌকাডুবির দুই দিন পরে হামিদ সরদার (৬৫) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বেক্সিমকো এলপিজি গ্যাস প্লান্ট-সংলগ্ন পশুর নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার কর হয়।
এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) খুলনা জেলার দাকোপ উপজেলার চুনকুড়ি এলাকায় শিবসা নদীতে একটি কাঠের ফিশিংবোট ডুবে যায়। বোটে থাকা সাতজন জেলের মধ্যে ছয়জন জেলে সাঁতরে উপরে উঠলেও হামিদ সরদার উঠতে পারেননি। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন।
হামিদ সরদার রামপাল উপজেলার গড়দাশকাঠি মৃত ফজলু সর্দার ছেলে।
খুলনা জেলার তিলডাঙ্গা নৌপুলিশের উপপরিদর্শক আব্দুল রাজ্জাক বলেন, নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। দাকোপ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
শেখ আবু তালেব/এএমকে