সিরাজগঞ্জে এবার কবরস্থানে মিলল গুলিসহ রিভলবার
সিরাজগঞ্জ পৌর শহরের একটি কবরস্থানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এক রাউন্ড গুলিসহ একটি পয়েন্ট টু টু ক্যালিবার রিভলবার উদ্ধার করেছে যৌথ বাহিনী। এর আগে একটি নির্মাণাধীন মসজিদের সিঁড়ি থেকে দুটি শটগান উদ্ধার করেছিল পুলিশ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের পৌর মালশাপাড়া কবরস্থান থেকে যৌথ বাহিনী অস্ত্রটি উদ্ধার করে। কেউ গুলিসহ অস্ত্রটি রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, কবরস্থানের ভেতরে কেউ অস্ত্র ফেলে গেছে খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এক রাউন্ড গুলিসহ অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজালসহ পুলিশের কয়েকজন কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।
এসআই জসিম উদ্দিন আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অস্ত্রটি অবৈধ। যেহেতু লাইসেন্স করা অস্ত্রও জমা দেওয়ার সময় শেষ তাই লাইসেন্স থাকলেও এটা এখন অবৈধ হয়ে গেছে। তারপরও অস্ত্রটির লাইসেন্স ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, এর আগে গত ৮ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার একটি নির্মাণাধীন মসজিদের সিঁড়ি থেকে ১৬ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ দুইটি শটগান উদ্ধার হয়েছিল। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র দুটির মধ্যে একটি খুবই অত্যাধুনিক ছিল বলে জানিয়েছিল পুলিশ। উদ্ধার হওয়া শটগান দুটি সদরের সদ্য সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী সদ্য সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর বলে জানিয়েছিল পুলিশ।
শুভ কুমার ঘোষ/এমজেইউ