জিএম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে জাপার বিক্ষোভ
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শহরের হর্কাস মার্কেটের সামন থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আসা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।
বিজ্ঞাপন
মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির জেলা সভাপতি সরওয়ার হোসেন শাহিন, সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম লেবু ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মোস্তফা মহসিন সরকার ও জেলা ছাত্র সমাজের আহ্বায়ক আবু সাইন সরকার মুক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা দ্রুত মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
রিপন আকন্দ/এমজে