হাতুড়িপেটায় প্রতিবন্ধী তরুণীকে হত্যা, ৬ আসামি গ্রেপ্তার
সাতক্ষীরার থানাঘাটা এলাকায় প্রতিবন্ধী তরুণী রোজিনা চুমকিকে (২০) নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
বিজ্ঞাপন
গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মো. ইলিয়াস হক (৩৫), মো. ইমরান হক (২৩), মোছা. নারগিস পারভিন (৪০), মোছা. মনোয়ারা খাতুন, শাওন (২৮), মো. আবু ছালেম।
শনিবার রাত ১টার দিকে থানাঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-৬ সাতক্ষীরা শাখার সহকারী পুলিশ সুপার মো. ফয়সাল তারভির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৫ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিসহ বাকিরা পালিয়ে সাতক্ষীরা সদর থানাধীন থানাঘাটায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি রাত ১টার দিকে থানাঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেপ্তার করে।
বিজ্ঞাপন
সহকারী পুলিশ সুপার জানান, ভিকটিমের বড় বোন সকিনা খাতুন (৩০) বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের আভিযানিক দল আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে ২৪ ঘণ্টার মধ্যে ছয় আসামি গ্রেপ্তার হন। গ্রেপ্তার আসামিদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ইব্রাহিম খলিল/এসকেডি