সাংবাদিক তুরাবের পরিবারের পাশে মুশফিকুল ফজল আনসারী
বৈষম্যবিরোধী আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা ও জাস্ট নিউজ বিডির সম্পাদক মুশফিকুল ফজল আনসারী।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বাসায় যান এবং তার মা, ভাইসহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় শহীদ সাংবাদিক তুরাবের পরিবারের সদস্যরা তাদের শোক ও কষ্টের কথা তুলে ধরেন।
সাংবাদিক এটিএম তুরাব দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান ছিলেন।
আরও পড়ুন
মুশফিকুল ফজল আনসারী শহীদ সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের পাশে থেকে তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন এবং গণতান্ত্রিক আন্দোলনে তুরাবের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, তুরাবসহ অন্যান্য শহীদদের ত্যাগ জাতিকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে।
মুশফিকুল ফজল আনসারী তুরাবের পরিবারকে আশ্বস্ত করেন, তারা একা নয় এবং জাতির প্রতিটি সচেতন মানুষ তাদের পাশে রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ খছরু, সিলেট জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বাসস এর স্টাফ রিপোর্টার সেলিম আউয়ালসহ অনেকে।
মাসুদ আহমদ রনি/এমএসএ