সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০
সিরাজগঞ্জে সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজারের দক্ষিণ পায়াহে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, শহর থেকে ৪০-৪৫ জন যাত্রী নিয়ে হৃদয় এন্টারপ্রাইজের একটি বাস কাজিপুরের দিকে যাচ্ছিল। বাসটি ছোনগাছা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
বিজ্ঞাপন
ঘটনাস্থল থেকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মানিক ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনায় প্রায় ২০ জনের মতো আহত হয়েছে বলে এখানে এসে জেনেছি। ঘটনাস্থল থেকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও বগুড়া শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক, তারা সবাই বগুড়ায় ভর্তি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মারা যাননি।
বিজ্ঞাপন
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আতাউর রহমান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল। তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনায় ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে জেনেছি। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে আহতদের নামপরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শুভ কুমার ঘোষ/এএমকে