ছুটিতে এসে চিরবিদায় নিলেন খাইরুল
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঝড়ে সড়কে পড়ে যাওয়া গাছের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কায় খাইরুল মোস্তফা (২৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
খাইরুল মোস্তফা হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত মাওলানা ফারুকের ছেলে।
নিহত তরুণের মামাতো বোন মমতা বেগম ঢাকা পোস্টকে বলেন, খাইরুল রাজধানীর একটা রেস্টুরেন্টের শেফ ছিলেন। তিনি হাসিখুশি মানুষ ছিলেন। এখনো বিয়ে করেননি। বাড়িতে এসেছেন বর্ষার ছুটিতে। এখন চিরদিনের জন্য ছুটিতে চলে গেলেন।
তিনি জানান, ঝড়ে পড়ে যাওয়া গাছের সঙ্গে ধাক্কা লেগে তাকে বহনকারী সিএনজি উল্টে যায়। এতে গেুরুতর আহত হন খাইরুল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বোন মোমেনা আফরিন ঢাকা পোস্টকে বলেন, তিন ভাই চার বোনের মধ্যে খাইরুল মোস্তফা ছিলেন ষষ্ঠ। বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।
হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে থানাকে কেউ অবহিত করেনি। যদি পরিবারের অভিযোগ থাকে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাসিব আল আমিন/এএমকে