হাতিয়ায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে শিশুর মৃত্যু
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে আরমান হোসেন নাঈম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরমান বুড়িরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
আরমানের চাচা আহসান হাবিব বলেন, ছেলেটা খুব হাসিখুশি ছিল। সকালে হাঁটতে বের হলে তারপর আর তার খবর পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর তাকে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে থাকতে দেখা যায়। তারপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন।
ওই শিশুর বাবা আমির হোসেন বলেন, আমার ছেলে আমাদের রেখে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমরা কিছুই করতে পারিনি। জানাজা শেষ করে তাকে মাত্র বিদায় দিয়ে আসলাম। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।
বিজ্ঞাপন
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিসান আহমেদ ঢাকা পোস্টকে বলেন, কেউ আমাদের কাছে বিষয়টি জানাননি। আপনার কাছ থেকে জানতে পারলাম। বৈরী পরিবেশে সবার একটু সাবধান থাকা দরকার।
হাসিব আল আমিন/এফআরএস