পঞ্চগড়ে আর ভারতীয় আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম বলেছেন, ৫৩ বছরে উত্তরবঙ্গের মানুষদের দাস বানিয়ে রাখা হয়েছে। উত্তরবঙ্গের সবচেয়ে অবহেলিত জেলাকে বলা হয় পঞ্চগড়। এই পঞ্চগড়ে কোনো ভালো হাসপাতাল আছে? চা চাষিরা ন্যায্য মূল্য পায়? পাথর উত্তোলন কেন বন্ধ হবে, আমাদের চা চাষিরা কেন ন্যায্য মূল্য পাবে না। আমরা বলতে চাই এটা ২০২৪ সাল। আমরা কি ২০২৪’এ এসে একাত্তর পরবর্তী বাংলাদেশ চাই? আমরা বলছি, উত্তরবঙ্গ হবে বাংলাদেশের সবচেয়ে উন্নত জেলা। উত্তরবঙ্গে কোনো আঞ্চলিক আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না। উত্তরবঙ্গের মানুষ তাদের ন্যায্য চিকিৎসা পাবে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে পঞ্চগড় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তারিকুল ইসলাম বলেন, আমাদের কিছু হলেই শিলিগুড়িতে যেতে হয়। আমরা শিলিগুড়ি কেন যাব। পঞ্চগড়ে আধুনিক হাসপাতাল হবে। আপনারা বিশ্বাস করবেন, পঞ্চগড় জেলা, দক্ষিণবঙ্গের কোনো একটি উপজেলার চেয়েও নিম্নমানের। কেন উত্তরবঙ্গকে কেন পিছিয়ে রাখা হয়। উত্তরবঙ্গে কি কোনো রাজনীতিবিদ নাই? রাজনীতিবিদরা গত ৫৩ বছরে কী করেছে? তারা ৫৩ বছরে কেন পঞ্চগড়ে উন্নতি করে নাই। প্রশ্ন করতে হবে না? সারজিস আলম আপনার জেলার সন্তান। তার ওপর আপনাদের আস্থা রাখতে হবে।
বিজ্ঞাপন
তারিকুল ইসলাম বলেন, পঞ্চগড়ের সন্তানরা বিপ্লবী হয়। পঞ্চগড়ের ছেলেরা সাহসী হয়, সংগ্রামী হয়। এসব বিপ্লবী সাহসী যুবকদের সম্মান দিয়ে ধরে রাখতে হবে। আমরা বলতে চাই পঞ্চগড়ে যে আধিপত্য বিস্তার করা হয়েছে সে আধিপত্য আমরা মেনে নেব না। পঞ্চগড়ে আর ভারতীয় আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না। পঞ্চগড়ের ভারতীয় আধিপত্যের কারণে আমাদের চা চাষিদের চা পাতার ন্যায্য দাম থেকে বঞ্চিত করা হবে না। পঞ্চগড়ে ভারতের আধিপত্যের কারণে পাথর উত্তোলন আর বন্ধ করা হবে না।
তাই আমরা বলতে চাই, এটা ১৯৭১ সাল পরবর্তী পঞ্চগড় নয়, এটা ২০২৪ সালের পরবর্তী পঞ্চগড়। এই পঞ্চগড় সারজিস আলমের পঞ্চগড়। এই পঞ্চগড় বিপ্লবী ও সাহসীদের পঞ্চগড়। কোন আধিপত্য শত্রুর কাছে আমরা মাথা নোয়াবো না। আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার এই জেলা। এই বৈষম্য দূর করতে সবাইকে এক হতে হবে। এ সময় তিনি আগামীতে পঞ্চগড়ে যাতে আর কোন বৈষম্য তৈরি না হয়, সে জন্য সারজিস আলমের পাশে ও এদেশের তরুণদের পাশে থাকার আহবান জানান।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক তারিকুল ইসলাম, রাকিব রানা মাসুদ, আবু সাইদ লিয়ন, মিশু আলী সুহাস, জহির রায়হান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদ্দেসুর রহমান সান, খোরশেদ মাহমুদ, মখলেছার রহমান, হাবিবুর রহমান শাওনসহ জেলার ৫ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসকে দোয়েল/আারকে