বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা উপহার দিলো সেনাবাহিনী
লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের চারা উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার বেড়িবাঁধ এলাকার বকুলতলা গ্রামে ধানের চারাগুলো বিতরণ করা হয়।
এসময় লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জিয়া উদ্দিন আহমদ, ক্যাপ্টেন শাহ মোহতাসিম রহমান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম উপস্থিত ছিলেন।
জানা গেছে, সদর উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় সেনাবাহিনী ১৭ ফিল্ড আর্টিলারি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করে।
আরও পড়ুন
সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম বলেন, ২০ জন কৃষকের মাঝে ধানের চারা বিতরণ করা হয়। এক বিঘা জমিতে চাষাবাদের জন্য সমপরিমাণ চারা সবাইকে দেওয়া হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, বন্যায় লক্ষ্মীপুর জেলায় ১ লাখ ৫৭ হাজার ২০৯ জন কৃষক ২২৭ কোটি ৬৫ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আউশ ও আমনের বীজতলার। এছাড়া ক্ষতির তালিকায় রোপা আমন, সবজি ক্ষেত, পান, আখ, হলুদ, আদা এবং নানা জাতের ফলজ গাছও রয়েছে।
হাসান মাহমুদ শাকিল/পিএইচ