মহাসড়কের পাশে পড়েছিল দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পড়ে থাকা দুই মোটরসাইকেল আরোহীর মৃতদেহ উদ্ধার করে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে তারা মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়ে মহাসড়কের পাশে পড়েছিলেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতী-মেঘনা সেতুর মুন্সিগঞ্জের ভবেরচর অংশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম এবং ভবের চর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ওই দুই যুবকের নাম-পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
ওসি শাহীনুল আলম বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্থানীয় দুই যুবকের নিথর দেহ গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাদের মৃত বলে ঘোষণা করেন।
তিনি বলেন, মরদেহ দুটি মুন্সিগঞ্জের ভবেরচর অংশ থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মুন্সিগঞ্জের ভবেরচর হাইওয়ে পুলিশ ব্যবস্থা নেবে।
ভবের চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। এসময় শুধু মোটরসাইকেলটি মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখেছি। খোঁজ নিয়ে জেনেছি মৃতদের মরদেহগুলো এখনও গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। নিহতদের স্বজনরাও সেখানে আছে। স্বজনদের এখানে আসার জন্য বলা হয়েছে। তারা আমাদের এখানে এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরিফ আজগর/এমএসএ