কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কুলাউড়া পৌর শহরের উছলাপাড়ার তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, সবুজের নামে থানায় দুইটি মামলা হয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
এমজেইউ