বাথরুমে ঝুলছিল স্কুলছাত্রীর মরদেহ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে আর্ণিকা আক্তার (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী।
সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সদর ইউনিয়নের সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আর্ণিকা ওই গ্রামের পাথর ব্যবসায়ী রাজিউল ইসলামের মেয়ে। সে কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা পর এক শিশু পাশের বাড়ির এক নারীকে ডাকতে থাকেন। পরে সে নারী রেজাউল ইসলামের বাড়ির বাথরুমে উকি দিয়ে দেখেন আর্ণিকা ঝুলছে। পরে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। কী কারণে এই আত্মহত্যা, তা তাৎক্ষণিক জানা যায়নি।
আরও পড়ুন
খবর পেয়ে সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদৎ হোসেন রঞ্জু ওই বাড়িতে যান।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার রায় বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে, বিষয়টি নিয়ে কাজ করছে।
এসকে দোয়েল/এমএসএ