কাপ্তাই লেকে কচুরিপানা অপসারণ করছে পিডিবি
উচ্চক্ষমতা সম্পন্ন টাগ বোট ব্যবহার করে কাপ্তাই জেটিঘাট সংলগ্ন কাপ্তাই লেক থেকে কচুরিপানা অপসারণ করছে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কর্তৃপক্ষ।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে এই কার্যক্রম চলছে বলে জানিয়েছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।
তিনি আরও জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতি বর্ষা মৌসুমে কাপ্তাই জেটিঘাট সংলগ্ন কাপ্তাই লেকে কচুরিপানা এসে ভরে যায়। যার ফলে নৌ চলাচল বিঘ্নিত হয়। তাই পিডিবির উচ্চক্ষমতা সম্পন্ন টাগ বোট ব্যবহার করে কচুরিপানা টেনে নিয়ে এসে স্পিলওয়ে দিয়ে কর্ণফুলি নদীতে ফেলে দেওয়া হচ্ছে।
কাপ্তাই বোট মালিক সমিতির লাইনম্যান শীতল মল্লিক জানান, সোমবার সকাল থেকে পিডিবির বড় বোট দিয়ে জেটিঘাট সংলগ্ন লেক থেকে কচুরিপানা অপসারণ করা হচ্ছে। এতে আমাদের নৌ চলাচলে সুবিধা হবে।
মিশু মল্লিক/জেডএস