সিলেটের সেই ইউপি সদস্য কারাগারে
সিলেটে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া সরকারি ওষুধের ঘটনায় তিনজনের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফেঞ্চুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অসিত রঞ্জন দেব মামলাটি দায়ের করেন।
মামলার অন্য দুই আসামী হলেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিদর্শিকা পাক আক্তার চৌধুরী ও মাইজগাঁও পরিবার কল্যাণ সহকারী শিল্পী রানী বিশ্বাস।
আরও পড়ুন
মামলা সূত্রে জানা গেছে, ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র থেকে সরকারি বরাদ্দের ওষুধ অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে নূরপুর গ্রামে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এসময় সেলিনা আক্তারের ঘরের খাটের নিচ থেকে ১ লাখ ৪৪ হাজার টাকার বিপুল পরিমাণ ওষুধসামগ্রী জব্দ করা হয়।
ওষুধগুলোর প্যাকেটের গায়ে ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্পত্তি, বিক্রয়ের জন্য নহে’ এমন কথা উল্লেখ করা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অসিত রঞ্জন দেব বলেন, ওষুধ জব্দের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আটক ইউপি সদস্য সেলিনা আক্তারকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
রনি/পিএইচ