গ্রামবাসীর পরামর্শে স্কুল না চালানোয় প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি
বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রহার কৈলাশচন্দ্র-রামের চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুবকর সিদ্দিকের পদত্যাগের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মাঠে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক একক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। একজন অযোগ্য শিক্ষককে সহকারী প্রধান শিক্ষক করে বসিয়েছেন। এ ছাড়া অর্থনৈতিক স্বচ্ছতা নেই, ঠিকমতো ক্লাস হয় না। এলাকার মানুষের সঙ্গে পরামর্শ না করে বিদ্যালয় পরিচালনা করায় প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিক। তিনি বলেন, শিক্ষা অফিস ও প্রতিষ্ঠান পরিচালনার নিয়ম অনুসারে বিদ্যালয় পরিচালিত হবে। আমি নিয়মতান্ত্রিকভাবে বিদ্যালয় পরিচালনা করে আসছি। কোনো অনিয়ম করিনি। যারা মানববন্ধন করেছে তারা আমার একটি অনিয়মের কথাও বলতে পারবে না। সমস্যা হচ্ছে অনেক শিক্ষক নিয়মের মধ্যে চলাচল করতে পছন্দ করেন না বিধায় তারাই কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে এই কাজ করেছেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মানববন্ধন করতে হবে না। অনিয়মের প্রমাণ দিতে পারলে নিজেই পদত্যাগ করে চলে যাব।
সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ