পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
পিরোজপুরে মসজিদের ছাদে আমড়া পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ কাবি (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার পালপাড়া এলাকার টিএনটি অফিসের সামনের জামে মসজিদের ছাদে আমড়া পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রহিতোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল্লাহ কাবি পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের শহিদুল আলম শাহিনের ছেলে।
আরও পড়ুন
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে শহরের পালপাড়া এলাকার টিএনটি অফিসের সামনের জামে মসজিদের ছাদে একটি লোহার রড দিয়ে আমড়া পারছিল আব্দুল্লাহ। একপর্যায়ে সেখানে থাকা বিদ্যুতের তারে আব্দুল্লাহর হাতে থাকা লোহার রডটি লেগে সে বিদ্যুতায়িত হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রহিতোষ বলেন, আজ বিকেলে হাসপাতালে আব্দুল্লাহ কাবি নামে এক কিশোরকে মৃত অবস্থায় আনা হয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
এনএফ