বৃষ্টির মধ্যে আশুলিয়ার সড়কে শ্রমিকদের বিক্ষোভ, যাত্রীদের ভোগান্তি
সাভারের আশুলিয়ায় বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। এতে ভোগান্তিতে পড়েছেন নবীনগর-চন্দ্রা মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষ। তবে এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় পিজিসিএল পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
এতে নবীনগর থেকে ডিইপিজেডে সড়ক এলাকায় প্রায় ৮ কিলোমিটার সড়কে তীব্র যানজট দেখা দেয়।
বিজ্ঞাপন
এদিন বেলা ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নবীনগর-চন্দ্রা মহাসড়কে শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন।
জানা গেছে, সকালে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। পরে নবীনগর-ডিপিজেড-আশুলিয়া এলাকার নরসিংহপুর, জামগড়া এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এছাড়াও নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় পিজিসিএল পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ককে অবস্থান নেন।
বিজ্ঞাপন
পিজিসিএল পোশাক কারখানার শ্রমিক লায়লা খানম ঢাকা পোস্টকে বলেন, আমরা টানা ৮ দিন ধরে বিক্ষোভ করছি। কারখানার মালিক আমাদের দাবিগুলো মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) মেনে নিয়েছিলেন। পরে আবার কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো মেনে নিতে পারবে না বলে জানায়।
পিজিসিএল পোশাক কারখানার অপর শ্রমিক নয়ন শেখ বলেন, আমাদের টিফিনের জন্য অনেক কম খরচ দেওয়া হয়। এছাড়া গাড়ি ভাড়া, ওভাটাইমের টাকা বৃদ্ধি, হাজিরা বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবি করা হয়েছে। এই গ্রুপের আরও কারখানা আছে, সেগুলোতে মালিকপক্ষ সেসব দাবি মেনে নিয়েছে। কিন্তু আমাদের পোশাক কারখানায় দাবি মেনে নিয়েও পরে তা বাতিল করা হয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। পরে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখেন। আমাদের শিল্প পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। তবে কোথাও বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
লোটন আচার্য্য/এফআরএস