ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা সেই নবী গ্রেপ্তার
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের সন্ত্রাসী নবী হোসাইন গ্রুপের প্রধান নবী হোসাইন (৪৭) ও তার ভাইকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (৩০আগস্ট) গভীর রাতে উখিয়া ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি পাওয়া যায়।
গ্রেপ্তাররা হলেন- নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেন এবং তার ভাই সৈয়দ হোসেন।
১৪ আমর্ড পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিয়ানমারের শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের প্রধান নবী হোসাইন ও তার ভাইকে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নবী মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা ও মাদকদ্রব্য চোরাচালানের মূল হোতা বা গডফাদার হিসেবে পরিচিত। বাংলাদেশের উখিয়া এবং টেকনাফের এফডিএমএন ক্যাম্প এলাকায় তার নিজস্ব সশস্ত্র বাহিনী আছে। এর মাধ্যমে তিনি হত্যা, অপহরণ এবং ইয়াবা চোরাচালান করতেন তিনি।
এর আগে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নবী হোসেনকে ধরতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে বিজিবি। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।
সাইদুল ফরহাদ কক্সবাজার/এফআরএস