গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৫ জন নিহত। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
রোববার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা ও কাশিয়ানী থানা পুলিশের উপপরিদর্শক সেলিম মিয়া।
এখন পর্যন্ত নিহত ৫ জনের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, সামাদ আলী (৪০), সাকিবুর রহমান (৩৫), রহিজ শেখ (২৪)। এছাড়া তানিয়া আফরোজ ও চহুরা নামে দুই বোনের মধ্যে একজন মারা গেছে। নিহতেরা সকলেই বাসের যাত্রী ছিলেন।
কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা নারীসহ ৫ জনের মরদেহ উদ্ধার করি। এছাড়া গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতের মরদেহ পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
কাশিয়ানী থানা পুলিশের উপপরিদর্শক সেলিম মিয়া বলেন, আমরা এখন পর্যন্ত ৫ জনের মধ্যে ৪ জনের নাম শনাক্ত করতে পেরেছি। এর মধ্যে নিহত তানিয়া আফরোজ এবং তার বোন চহুরা পাশাপাশি বসে ছিল। তাদের দুই বোনের মধ্যে একজন মারা গেছে। তবে সে কি তানিয়া না কি চহুরা সেটি আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরকে