লক্ষ্মীপুরে বন্যাদুর্গত ১৫০০ জন পেল বিনামূল্যে চিকিৎসা-ওষুধ
লক্ষ্মীপুরে বন্যাদুর্গত প্রায় ১ হাজার ৫০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। বানভাসিদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আটজন চিকিৎসকের মাধ্যমে বন্যার্তদের এই চিকিৎসা প্রদান করা হয়।
শুক্রবার (৩০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদরাসায় জাতীয় বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘বইপড়া আন্দোলন বাংলাদেশ’—এ আয়োজন করে।
এদিকে দুপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে আসেন জেলা সিভিল সার্জন ডা. আহাম্মেদ কবির। এ সময় তিনি বিভিন্ন রোগীর সঙ্গে কথা বলেন ও ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বলেন, বন্যাদুর্গত এলাকায় মানুষজন পানিবাহিত রোগসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে। এমন সময়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন প্রশংসনীয়, এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ।
জানা গেছে, বইপড়া আন্দোলনের উদ্যোগে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় বানভাসি ১৫০০ মানুষ বিভিন্ন রোগের চিকিৎসা নেয়। এ সময় প্রয়োজনীয় কিছু ওষুধ প্রত্যেক রোগীকে বিনামূল্যে দেওয়া হয়। এ ক্যাম্পে জেলার আটজন অভিজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। এ ছাড়া শুরু থেকে ৬১৫০ জন বন্যার্ত পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বইপড়া আন্দোলনের সাধারণ সম্পাদক মির্জা সাইফুল ইসলাম বলেন, ২৩ আগস্ট থেকে একটানা আমরা বন্যার্তদের খাবার বিতরণসহ নানা ধরনের সহযোগিতা করে আসছি। এ নিয়ে টানা তিনটি মেডিকেল ক্যাম্প করেছি। বন্যা-পরবর্তী সময়ে দুর্গতদের পুনর্বাসনের জন্যও আমরা কাজ করবো।
টিআইবির লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ও বইপড়া আন্দোলনের উপদেষ্টা প্রফেসর জেড এম ফারুকী বলেন, বন্যার পানিতে মানুষ নানান রোগে আক্রান্ত হতে শুরু করেছে। বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত রোগ ও চর্ম রোগীর সংখ্যা আরও বেড়ে যাবে। এ ছাড়া প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে দুর্গতদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতে উদ্যোগ নেওয়া জরুরি। বইপড়া আন্দোলনের উদ্যোগে এ নিয়ে অনেক রোগী চিকিৎসা পেয়েছে।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবির) লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, বইপড়া আন্দোলনের সভাপতি ইউসুফ মিলন, সিনিয়র সহ-সভাপতি ডা. নাহিদ রায়হান, সহ-সভাপতি আরিফুর রহমান, রুহুল আমিন, সাধারণ সম্পাদক মির্জা সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান হৃদয়, মাহামুদুল হাসান, অর্থবিষয়ক সম্পাদক বেলাল হোসেন ও দপ্তর ফারহান আহমেদ প্রমুখ।
হাসান মাহমুদ শাকিল/এএমকে