গোদাগাড়ীতে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
বুধবার (২৮ আগস্ট) সকালে গোদাগাড়ী উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ফায়ার সার্ভিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোদাগাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুজরুকপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. মিলন (৪০) এবং একই গ্রামের নাজেমুল হকের ছেলে মনিরুল ইসলাম (৪০)।
নিহত মনিরুল রিকশাচালক ও রিকশার যাত্রী মিলন পেশায় মাইক্রোবাসচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, রিকশাটি মহিশালবাড়ির দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আর আর ট্রাভেলসের একটি বাস তাদের ধাক্কা দেয়। এ সময় বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়। এছাড়া রিকশাচালক মনিরুলকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে স্থানীয় গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, অটোরিকশায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শাহিনুল আশিক/এফআরএস