জামালপুরে প্রাধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ
জামালপুর সদরে নারিকেলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক এর পদত্যাগের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ আগষ্ট) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নারিকেলি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে রাখে তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আশ্বাস দিলে বিকেল ৩টার দিকে অবরোধ উঠিয়ে নেওয়া হয়।
শিক্ষার্থীরা জানায়, অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক দুর্নীতিবাজ ও মাদকাসক্ত। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। প্রধান শিক্ষক পদত্যাগ করে স্কুল সংস্কারের দাবি জানান তারা।
গত কয়েকদিন থেকে নারিকেলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এতেও প্রধান শিক্ষক পদত্যাগ না করায় শিক্ষার্থীরা আজ সকাল ১১টা থেকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। অবরোধের কারনে জামালপুর এর সাথে টাঙ্গাইল হয়ে ঢাকার যোগাযোগ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষসহ বিভিন্ন পরিবহন ব্যবস্থা । অবরোধ উঠিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীদের আন্দোলনের সাথে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী একত্মতা প্রকাশ করে আন্দোলনে অংশ নেন।
আন্দোলন শুরুর পর থেকে বিদ্যালয় যাচ্ছেন না প্রধান শিক্ষক ফজলুল হক। বক্তব্য নেয়ার জন্য একাধিকবার তার মোবাইলে কল দিয়েও তাকে পাওয়া যায়নি। ২০১১ সাল থেকে নারিকেলী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন প্রধান শিক্ষক ফজলুল হক।
এবিষয়ে বিদ্যালয়টির বর্তমান সভাপতির দায়িত্বে থাকা জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি বলেন, “ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে কথা বলেছি। তারা অবরোধ উঠিয়ে নিয়েছেন। তাদের দাবী ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সে গুলো লিখিত আকারে দিতে বলেছি। অভিযোগ পেলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহনের করা হবে।”
এসএমডব্লিউ