কক্সবাজারে ছুরিকাঘাতে শ্রমিক দল নেতা নিহত
কক্সবাজারের পেকুয়ায় শহিদুল ইসলাম শওকত (৩৮) নামের এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হন।
সোমবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শহিদুল উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার মৃত শফিউল আলমের ছেলে। তিনি পেকুয়া সদর পশ্চিম জোন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক।
আহতরা হলেন- নিহত শহিদুলের ভাই মোহাম্মদ শাকের (২৭) ও চাচাতো ভাই মোহাম্মদ তারেক (২৩)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, গতকাল রাতে একটি ঘটনা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে শহিদুল ইসলাম শওকতের বাকবিতণ্ডা হয়। এ সময় হাতাহাতির একপর্যায়ে ছুরিকাঘাতে শহিদুল ইসলাম শওকত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
পেকুয়া উপজেলা শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ বলেন, একটি সালিশ বৈঠকের পর বাড়ি ফেরার পথে সাজ্জাদুল ইসলামের এক চাচাতো ভাইকে মারধর করেন শওকত ও তার ভাই শাকের। এ ঘটনার জের ধরে সাজ্জাদুল ইসলামের লোকজন দলবদ্ধ হয়ে শওকত, শাকের ও তারেকের ওপর হামলা করেন। এতে তিনজনই ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে শওকতকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
সাইদুল ফরহাদ/এমজেইউ