নরসিংদীতে সংঘর্ষে নিহত ৬ : দুই দিন পর থানায় মামলা
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার ঘটনার দুই দিন পর থানায় মামলা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার পরিদর্শক (অপারেশন) প্রবীর কুমার ঘোষ।
এর আগে, রোববার (২৫ আগস্ট) দুপুরে রায়পুরা থানায় এরশাদ মিয়া ও মো. ইকবাল নামে দুই ব্যক্তি বাদী হয়ে মামলাগুলো করেন।
এরশাদের করা মামলায় হানিফ মিয়া ওরফে হানিফ মাস্টারকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও ১৩২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে ইকবালের করা মামলায় হানিফ মিয়া ওরফে হানিফ মাস্টার প্রধান আসামি করে আরও ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এতে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।
গত বৃহস্পতিবার (২২ আগস্ট) গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সায়দাবাদ গ্রামের আইল্লার বাড়ি ও বালুরচর গ্রামের সাহেব বাড়ি মাঝে সংঘর্ষ হয়। এ সময় আইল্লার বাড়ির হামলায় সাহেব বাড়ির ছয়জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হন। এ ঘটনার পর সাহেব বাড়ির ফিরোজ মেম্বারের লোকজন আইল্লার বাড়ির হানিফ মাস্টারের লোকজনের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালান বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে নিহতদের স্বজনরা বলছেন, তারা নিজেরাই তাদের মালামাল সরিয়ে ও বাড়ি-ঘর ভেঙে আমাদের নাম দিচ্ছে। তারা আমাদের ছয়জনকে হত্যা করেছেন। আমরা তাদের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে এসে দাফনের কাজে ব্যস্ত।
এ ব্যাপারে রায়পুরা থানার পরিদর্শক (অপারেশন) প্রবীর কুমার ঘোষ জানান, নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। তবে প্রতিপক্ষের বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাট এমন কোনো খবর আমরা পাইনি।
তন্ময় সাহা/এফআরএস