মুন্সীগঞ্জে মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নাসির শেখ (৪৮) নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মালখানগর ইউনিয়নের মালামত গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে মালামত জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নাসির শেখ মালামত গ্রামের মৃত সামাদ শেখের ছেলে এবং পেশায় একজন মাছ ব্যবসায়ী।
এ সময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মুশফিকুর রহমান রাজিব তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের দাবি, জমি-সংক্রন্ত বিরোধের জেরে নাসিরকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের ভাই সেলিম শেখ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের গ্রামের নুরু শেখের দুই ছেলে বাবু (২৭) ও নয়ন (২২) মিলে আমার ভাইকে গুলি করে হত্যা করেছে।
সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, জমি-সংক্রন্তা বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ব.ম শামীম/এএমকে