রংপুর মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্যোগে রংপুর মেডিকেল কলেজে (রমেক) পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন।
বিজ্ঞাপন
উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষার্থীরা রংপুর মেডিকেল কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতার যে চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে, তাকে আমি সাধুবাদ জানাই। কিছু দিন আগে শিক্ষার্থীরা দেশের পরিবর্তন আনার জন্য অনেক আত্মত্যাগ করেছে।
শিক্ষার্থীদের সমসাময়িক কার্যক্রম প্রসঙ্গে জাকির হোসেন বলেন, শিক্ষার্থীরা শুধু আন্দোলনের মাঠে সীমাবদ্ধ থাকেনি, তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো সুন্দর বিষয়ে মনোনিবেশ করেছে। শিক্ষার্থীরা এখন জাতিকে পথ দেখাচ্ছে। তারা দেশের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, জঞ্জাল—সব পরিষ্কার করতে উদ্যোগী হয়েছে।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের ইতিবাচক ভাবনা থেকে বিচ্যুত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নে তোমাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিভাগীয় কমিশনার অন্যান্য প্রতিষ্ঠানেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং রংপুর সিটি কর্পোরেশন ও বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
বিজ্ঞাপন
বিভাগীয় কমিশনারের বক্তব্যের পর শিক্ষার্থীরা পাঁচটি দলে বিভক্ত হয়ে রংপুর মেডিকেল কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
ফরহাদুজ্জামান ফারুক/এএমকে