বন্ধ কারখানার সামনে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের শ্রীপুরে প্রায় দেড় বছর বন্ধ থাকা এক পোষাক কারখানার সামনে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
বিজ্ঞাপন
শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া এলাকার ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড নামের ওই কারখানার কয়েকশ শ্রমিক বিক্ষোভ করেন।
এ সময় ক্ষুব্ধ শ্রমিকরা অন্তত তিন ঘণ্টা ঢাকা-কাপাসিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। বেতন পরিশোধে আন্দোলনরত শ্রমিকরা অন্তবর্তীকালীন সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
বিজ্ঞাপন
শ্রমিকরা জানান, গত বছরের মে মাসে বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সেই সময় শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া ছিল। হঠাৎ বন্ধ করা কারখানাটি শ্রমিকদের বেতন-বোনাসসহ অন্যান্য পাওনা পরিশোধ করেনি।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, শ্রমিক আন্দোলনের কারণে কাপাসিয়া-গাজীপুর আঞ্চলিক সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনরত শ্রমিকরা দুপুর ২টার দিকে সড়ক থেকে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কারখানায় কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। তবে গেটে থাকা কোনো নিরাপত্তাকর্মী এ বিষয়ে কথা বলেননি।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানা পুলিশের কর্তব্যরত পুলিশ অফিসার (ডিউটি অফিসার) এসআই নাজিম আহম্মেদ বলেন, কারখানায় শ্রমিক অসন্তোষ আর আন্দোলনের ব্যাপারটি আমাদের থানায় জানানো হয়নি। তাই কোনো পুলিশ সেখানে যায়নি।
শিহাব খান/এমজেইউ