খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের উদ্ধার ও ত্রাণ সহায়তায় বিজিবি
খাগড়াছড়ির রামগড়ে বন্যাকবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বন্যায় বিপর্যস্ত নাগরিকদের সেবায় এগিয়ে এসেছে সীমান্তরক্ষী এ বাহিনী।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকেই রামগড়-৪৩ বিজিবির নিয়ন্ত্রণাধীন বন্যাকবলিত এলাকাগুলোতে উদ্ধার কাজ পরিচালনা করা হয়। এ ছাড়া মানবিক সহায়তা হিসেবে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা করেছে বিজিবি।
রামগড়-৪৩ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে উল্লেখ করেছেন, রামগড় ব্যাটালিয়নের অধীন আধারমানিক বিওপি দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৬৯টি পরিবারের ৩০৩ জন, নলুয়াটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ১০৫টি পরিবারের ৬০০ জন, লাচারীপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৪১টি পরিবারের ২০৬ জন এবং লক্ষিছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৮১টি পরিবারের ৪৪১ জনকে উদ্ধার করেছে বিজিবি। এ ছাড়া অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মোহাম্মদ শাহজাহান/এমজেইউ