মেঘনায় ঘুরতে এসে নৌকাডুবি, নিখোঁজ ২
চাঁদপুরের মেঘনা নদীতে ঘুরতে এসে নৌকা ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের বড় স্টেশন এলাকায় মেঘনা নদীর ত্রিমোহনায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রয়েছেন—নববধূ উম্মে হানিয়া ফাহিমা (২১) ও সেতু (৩০)। আর উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—নববধূর স্বামী দক্ষিণ কোরিয়া প্রবাসী নাঈম (৩৫), তার বন্ধু মাজহারুল (৩৩), মুনিয়া (২৬) ও নৌকার মাঝি। এদের মধ্যে তিনজনকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নৌকার আরোহীরা সবাই মতলব দক্ষিণ উপজেলার ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ থানার ওসি কামরুজ্জামান।
তিনি বলেন, নৌকায় চালকসহ মোট ছয়জন মানুষ ছিলেন। এদের দুইজন নিখোঁজ এবং চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুইজনকে উদ্ধার করা জন্য কোস্টগার্ড কাজ করছে। নৌকার আরোহীরা সবাই মতলব দক্ষিণ উপজেলার ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
আনোয়ারুল হক/এএমকে